-উন্নয়ন সমন্বয়ের সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত
বাংলাদেশ এলডিসি উত্তরণের সময়কাল পিছিয়ে দিতে চাইলে জাতিসংঘ তাতে রাজি হবে- এ কথা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। এটা মানতেই হবে যে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার যে শর্তগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ যথাযথই পূরণ করেছে। তবে এলডিসি উত্তরণ ঘটলে বাংলাদেশের এ যাবতকালের সামষ্টিক অর্থনৈতিক অর্জনগুলো হুমকির মুখে পড়তে পারে- এই বার্তাটি বিশ্ব সভায় কার্যকরভাবে পৌঁছাতে পারলে কিছুটা সময় পাওয়া যেতে পারে। তাই এলডিসি উত্তরণ বিষয়ে অর্থনৈতিক-কূটনীতির ক্ষেত্রে আবেগী না হয়ে কৌশলি হতে হবে। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় “এলডিসি-পরবর্তি বাংলাদেশ: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা” শীর্ষক সেমিনারে এমন মতামত রাখেন অর্থনীতিবিদ, শিল্পোদ্যক্তা-সহ অন্যান্য অংশীজনেরা। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয় ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ কনফারেন্স হলে। সভাপতিত্ব করেন বিআইডিএস-এর গবেষণা পরিচালক এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. এস. এম. জুলফিকার আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এবং রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেরপমেন্ট (র্যাপিড)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দুর রাজ্জাক। বিশেষজ্ঞ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সৈয়দ নঈমুল ওয়াদুদ, এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির।
প্রেক্ষাপট উপস্থাপনায় উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী বলেন যে, এলডিসি-উত্তরণ পেছানো হবে কি-না এই আলোচনার পাশাপাশি গত ৩০-৩৫ বছরে এলডিসি স্ট্যাটাসের সুযোগ বাংলাদেশ কতোটা কাজে লাগাতে পেরেছে বা পারেনি তা খতিয়ে দেখে আগামী দিনের সামষ্টিক অর্থনৈতিক নীতি-কৌশল নির্ধারণ করতে হবে। এলডিসি-উত্তরণের প্রক্রিয়াটি যেন মসৃণ হয় সে জন্য সকল পর্যায়ের অংশীজন একযোগে কাজ করে ১৫৭টি সুনির্দিষ্ট নীতি-প্রস্তাবনা প্রণয়ন করেছেন বলে জানান ফেরদৌস আরা বেগম। সরকার এই প্রস্তাবনাগুলো গ্রহণ করলেও এগুলো বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে কোন সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। এ প্রসঙ্গে ফজলে শামীম এহসান বলেন যে, আমলাতান্ত্রিক গরিমসির জেরে এলডিসি উত্তরণ বিষয়ে সরকার সুনির্দিষ্ট ও দৃশ্যমান পদক্ষেপ নিতে পারছেনা। পাশাপাশি এলডিসি উত্তরণের জন্য বাড়তি সময় পাওয়া গেলে সে সময়ের মধ্যে দেশকে কিভাবে উত্তরণের নজ্য প্রস্তুত করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা দরকার। এই রোডম্যাপ তৈরির ক্ষেত্রে দেশের ব্যবসায়িদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে তিনি মনে করেন। বিগত বছরগুলোতে প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহায়ক নীতি না নিয়ে অসাধু ব্যবসায়িদের প্রশ্রয় দেয়ার কারণেই এলডিসি সুবিধা কাজে লাগানো যায়নি বলে মত দেন সৈয়দ নাসির।
প্রধান আলোচক ড. আব্দুর রাজ্জাক বলেন যে, এলডিসি উত্তরণের জন্য যতোটা বাড়তি সময় পাওয়া যাবে ততোই বাংলাদেশের জন্য লাভ। তবে একই সঙ্গে এলডিসি-পরবর্তি বাস্তবতার জন্য দেশকে প্রস্তুত করার কাজটিও করে যেতে হবে। করোনা মহামারিজনিত অর্থনৈতিক স্থবিরতার কারণ দেখিয়ে ওই সময়ে বাংলাদেশের পক্ষে এলডিসি-উত্তরণ পাঁচ থেকে দশ বছর পিছিয়ে দেয়া সম্ভব হতো বলে মনে করেন তিনি। তবে ঐ সময়কার নীতি-নির্ধারকরা সে সুযোগটি কাজে লাগাতে চাননি। সভাপতির বক্তব্যে ড. এস. এম. জুলফিকার আলী বলেন যে, এলডিসি উত্তরণ এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নীতি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র-প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
Experts Urge Strategy, Not Sentiment, in Bangladesh’s LDC Graduation
Bangladesh must approach its graduation from Least Developed Country (LDC) status with strategy rather than emotion, experts said at a seminar in Dhaka on Wednesday. While the country has fulfilled the criteria to become a developing nation, they warned that a premature transition could put decades of macroeconomic achievements at risk. Speaking at a seminar titled “Post-LDC Bangladesh: Prospects and Challenges,” organized by Unnayan Shamannay, economists, business leaders, and policymakers stressed the need for effective economic diplomacy to secure more time, if possible, and to ensure a smooth transition. The event was chaired by Dr. S. M. Zulfiqar Ali, Research Director of BIDS and Chair of Unnayan Shamannay. The keynote was presented by Dr. Abdur Razzaque, economist and Managing Director of RAPID. Panelists included BUILD CEO Ferdous Ara Begum, Bangladesh Employers’ Federation President Fazle Shamim Ehsan, Dhaka University economics professor Dr. Syed Naimul Wadud, and Exclusive Can Ltd. Managing Director Syed Nasir.
Unnayan Shamannay’s Research Director Abdullah Nadvi noted that, beyond debating whether to delay graduation, Bangladesh must reflect on how effectively it utilized LDC privileges over the past three decades to shape future policy strategies. Ferdous Ara Begum pointed out that 157 policy recommendations have been drafted by stakeholders to support a smooth transition, but lamented the absence of budgetary allocations for implementation. Fazle Shamim Ehsan criticized bureaucratic inertia for slowing progress and called for a clear roadmap, led by the private sector, should Bangladesh gain additional time. Syed Nasir argued that genuine entrepreneurs have long been sidelined in favor of dishonest actors, undermining the country’s ability to fully benefit from LDC advantages.
Keynote speaker Dr. Razzaque said securing more time would be advantageous for Bangladesh but emphasized that preparations for post-graduation realities cannot be ignored. He also noted that Bangladesh missed the opportunity to delay graduation by five to ten years during the COVID-19 economic slowdown. In his closing remarks, Dr. Zulfiqar Ali underscored that employment generation and ensuring development benefits reach the poor and marginalized must remain top priorities in policy decisions. He also urged vigilance to safeguard social and political stability during the transition.