বাজেট বিষয়ে তরুণদের চিন্তা সামষ্টিক-অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে

Jul 11, 2024

-তরুণদের সঙ্গে বাজেট-পরবর্তি সংলাপে ড. আতিউর রহমান

বাংলাদেশে সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে হলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। এজন্য জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত জরুরী। আজ (মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪) ঢাকায় উন্নয়ন সমন্বয়ের আয়োজনে বাজেট ২০২৪-২৫ বিষয়ে তরুণদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান এ কথা বলেন।

তরুণদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন  ব্যাংক এশিয়া পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং  উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। মাননীয় সংসদ সদস্য-সহ ও বিভিন্ন অংশীজনকে বাজেট বিষয়ে তথ্য ও গবেষণা সহযোগিতা দেয়ার লক্ষে ব্যাংক এশিয়া পিএলসি ও উন্নয়ন সমন্বয় যৌথভাবে যে “আমাদের সংসদ” কার্যক্রম বাস্তবায়ন করছে তার অংশ হিসেবে এই মতবিনিময় সভা আয়োজিত হয়

ড. আতিউর রহমান বলেন যে, সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার বিচারে একটি কঠিন সময়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট তৈরি করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষাই এ বাজেটের প্রধানতম অগ্রাধিকার। প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে হলেও এদিকগুলোতে নীতি-মনোযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, সামষ্টিক-অর্থনৈতিক চ্যালেজ্ঞের মুখে মোট বাজেট কিছুটা সঙ্কোচনমুখী করতে হয়েছে এবং এর প্রভাব শিক্ষা, স্বাস্থ্য, ও সামাজিক সুরক্ষার বরাদ্দের ক্ষেত্রেও পড়েছে। তাই এসব খাতের বাজেট বাস্তবায়নে তাই অতীতের যে কোন সময়ের তুলনায বেশি সংবেদনশীলতা নিশ্চিত করতে হবে।

নতুন অর্থবছরে বাজেট ঘাটতি অর্থায়নে সরকার দেশজ ব্যাংকিং খাতের ওপর নির্ভরতা বাড়ানোয় ব্যক্তি খাতের ঋণ সরবরাহ সঙ্কুচিত হবে বলে মত প্রকাশ করেন শাফিউজ্জামান। তবে রাজস্ব আহরণে যথাযথ সংস্কার করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানো গেলে দেশজ ব্যাংকিং খাতের ওপর নির্ভরতা কমানো যাবে বলে তিনি মনে করেন। সংলাপ সঞ্চালক এবং উন্নয়ন সমন্বয়ের হেড অফ প্রোগ্রামস- শাহীন উল আলম ‘আমাদের সংসদ’ কার্যক্রমে সহযোগিতা করার জন্য ব্যাংক এশিয়া পিএলসি-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াতে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।

অর্থনৈতিক চ্যালেঞ্জ বিষয়ে সংবেদনশীল বাজেট, তবে কিছু ক্ষেত্রে জন-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি
অর্থনৈতিক চ্যালেঞ্জ বিষয়ে সংবেদনশীল বাজেট, তবে কিছু ক্ষেত্রে জন-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি

-উন্নয়ন সমন্বয়ের বাজেট প্রতিক্রিয়া আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে একদিকে সামষ্টিক-অর্থনৈতিক বাস্তবতার প্রতি যথাযথ সংবেদনশীলতা দেখানো হয়েছে, অন্যদিকে রাজনৈতিক-অর্থনীতির চ্যালেঞ্জগুলো বিষয়েও বাজেট-প্রণেতাদের সচেতন থাকতে হয়েছে।...

read more
ধূমপান কমাতে সিগারেট কার্যকর করারোপ করার এখনই সময়
ধূমপান কমাতে সিগারেট কার্যকর করারোপ করার এখনই সময়

- উন্নয়ন সমন্বয়ের সেমিনারে আলোচকবৃন্দ সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে তার ওপর কার্যকর হারে করারোপই এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে প্রমাণিত। তবে বাংলাদেশে সিগারেটে কার্যকর করারোপ না হওয়ায় এখনও...

read more
Economic Stability Should be Prioritized Above All
Economic Stability Should be Prioritized Above All

- Dr. Atiur Rahman* We are witnessing a national endeavor to revamp the state. These efforts are obviously stemming from the desire of the youth for positive change. Apparently, the majority of the population is supporting this noble venture. Yet,...

read more